এম. শরীফ হোসাইন, ভোলা
প্রতিনিধি –
ভোলায় মায়ের সঙ্গে নানার
বাড়ীতে বেড়াতে গিয়ে লাশ
হলো দুই জমজ বোন। ৭ জানুয়ারি
মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। দুই
সহদোর বোনের মৃত্যুতে পুরো এলাকায়
শোকের ছায়া নেমে আছে।
পারিবারিক সূত্রে জানা যায়,
ভোলা বারের প্রবীণ আইনজীবী মরহুম
এডভোকেট দেলোয়ার হোসেনের
ছেলে ইশরাত হোসেন রিপনের স্ত্রী
মুন্নি বেগম এবং তাদের দুই জমজ
মেয়ে ইতু ও রিতু (৯) কে নিয়ে তার
বাপের বাড়ী চরফ্যাশনের দক্ষিণ
আইচা থানার চর মানিকা
ইউনিয়নের নুরুল হাওলাদারের
বাড়ীতে বেড়াতে যান। ওই
বাড়ীতে দুপুর বেলা গোসল করার জন্য
তাদের খালা ইতু ও রিতুকে ডাকেন।
তখন তারা বলেন যে,
পুকুরের
পানিতে গোসল করবেন। তখন তাদের
খালা বলেন, তোরা যা আমি
আসতেছি। কিন্তু ‘ইতু ও রিতুর’ খালার
ওই কথা আর মনে নেই।
হঠাৎ যখন খালার ‘ইতু ও রিতু’ কথা মনে
হলো তখন পুকুরের পাড়ে এসে দেখেন
যে ইতু আর রিতু পুকুরের পানিতে
হাবু-ডুবু খাচ্ছে। ওদের এ অবস্থা
দেখে তিনি সেখানেই জ্ঞান
হারিয়ে ফেলেন। তার জ্ঞান
ফিরে পাওয়ার পর তিনি বিষয়টি
পরিবারকে জানান। তখন পরিবারের
লোকজন দীর্ঘ এক ঘণ্টা পুকুরে খোঁজা-
খুঁজির পর এক জনের লাশ পাওয়া যায়।
কিন্তু অপর জনের লাশা পাওয়া
যায়নি। তখন পরিবারের লোকজন
চরফ্যাশনের দমকল বাহিনীকে খবর
দেন। দমকল বাহিনী দীর্ঘ ৪ ঘন্টা
চেষ্টা চালিয়ে পুকুরের পুরো পানি
নিস্কাশন করে বিকেল ৫টার দিকে
অপরজনের লাশ ডোবা অবস্থায় পুকুর
থেকে উদ্ধার করা হয়।
চরফ্যাশন দমকল বাহিনীর স্টেশন
অফিসার আ. রশিদ জানান ঘটনার
সত্যাতা নিশ্চিত করে বলেন, খবর
পেয়ে তারা এসে ৪ ঘন্টা অভিযান
চালিয়ে তাদের লাশ পুকুর থেকে
উদ্ধার করেন।
দুই বোন ভোলা সরকারি গার্লস
স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। ওদের
অকাল মৃত্যুর ঘটনায় ওই পরিবারে এক
হৃদয় বিদারক পরিবেশের পরিস্থিতি
তৈরী হয়েছে। তাদের শোকে পুরো
পরিবার এখন পাগল প্রায়। ইতু ও রিতুর
পানিতে ডুবে মর্মান্তিকভাবে
মারা যাওয়ায় পুরো এলাকায়
শোকের ছায়া নেমে আসে।ভিডিও দেকতে পেলেতে টাছকরোন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন