যুক্তরাষ্ট্রে এক ক্ষিপ্ত মায়ের
উপর্যুপরি লাথির আঘাতে মারা
গেল চার বছরের ছোট্ট শিশু। এই
মর্মান্তিক ঘটনাটি ঘটে
আলাবামা অঙ্গরাজ্যে।
ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ না
করার অভিযোগে হঠাৎ ক্ষিপ্ত
হয়ে ওঠে ১০ মাস ১০ দিন গর্ভে
ধারণ করা মা আইরিস। ব্রাশ না
করার কারণ জানতে চেয়েই চার
বছর বয়সি সন্তানকে তলপেটে
সজোরে লাথি মারে। উপর্যুপরি
লাথি মেরেই নিবৃত্ত হননি মা।
বকাঝকা করে সন্তানকে ফেলে
অন্য কক্ষে চলে যান মা।
মার
খেয়ে কাঁদতে কাঁদতে শিশুটি
বাথরুমে যাওয়ার পর সেখানেই
লুটিয়ে পড়ে এবং জ্ঞান
হারিয়ে ফেলে।
বেশ কিছু সময় পার হওয়ার পর
মেয়ের কোনো সাড়া শব্দ না
পেয়ে বাথরুমে গিয়ে মেয়েকে
অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন।
যখন মা আইরিস বুঝতে পারেন তখন
সব শেষ। সংজ্ঞাহীন শিশুটিকে
হাসপাতালে নেয়া হলে
চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। আইরিসকে গ্রেপ্তার করা
হয়েছে। তার বিরুদ্ধে মামলার
প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন