
শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭
আপন মানুষ গুলোর মুখে একটু হাঁসি ফোটাতে, আপন কাছের মানুষ গুলোর মুখে এক মুঠো ডাল ভাল তুলে দিতে এই বাংলাদেশি ভাই মালোশিয়া এসে ছিলেন, মালোশিয়া,
!!! পোষ্টটি শেয়ার করে প্রবাসে
থাকা আপনার আপন জনকে কে সর্তক
করে
দিন।
আপন মানুষ গুলোর মুখে একটু হাঁসি
ফোটাতে, আপন কাছের মানুষ গুলোর
মুখে এক মুঠো ডাল ভাল তুলে দিতে এই
বাংলাদেশি ভাই মালোশিয়া এসে
ছিলেন, মালোশিয়া, শাহাআলম একটি
কম্পানিতে কাজ করতেন, প্রতিদিনের
মতো আজও কাজে এসেছিলেন সে
জানতো না আর বাসায় ফিরে যাওয়া
হবে না, জানতো না নিজের করা
রান্না খাবার গুলো আর খেতে
পারবে না, তিনি লেদ মেশিন
চালাতেন,
ফুল হাতা জামা পরে প্রতি দিনের
মতো কাজ করতে ছিলেন, জামার
হাতা মেশিনে বেধে টেনে নিয়ে
য়ায় তার পর পুরা শরিলটা ক্ষতবিক্ষত
হয়ে মৃত বরন করেন,
ইন্না লিল্লাহি অইন্নাইলাহি
রাজিউন
হে আল্লাহ আপনি এই নিহত ভাইয়ের
জীবনের সব গুনা মাফ করে তাকে
জান্নাতবাসী করুন।
প্রবাসি ভাইদের কাছে একটা অনুরোধ
সবাই সাবধানে কাজ করবেন,
আর সবাই নামাজ পড়বেন। ভিডিও দেকতে পেলেতে টাছকরোন

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন