বাজানদারের পরে প্রথম
বৃক্ষমানবীর দেখা পাওয়া গেছে
বাংলাদেশে। দশ বছরের এ
বৃক্ষমানবীর নাম শাহানা খাতুন।
রোববার শাহানাকে ঢাকা
মেডিক্যাল কলেজ
হাসপাতালের বার্ন অ্যান্ড
প্লাস্টিক সার্জারি ইউনিটে
ভর্তি করা হয়েছে।
শাহানার বাবা নেত্রকোনার
কলমাকান্দা উপজেলার
বাসিন্দা শাহজাহান আলী
জানান, চার মাস আগে থেকে
শাহানার শরীরে আঁচিলের মতো
কিছু দেখা যায়। ধীরে ধীরে
সেগুলো বাড়তে থাকে। প্রথমে
আঁচিল ভেবে হোমিওপ্যাথিক
চিকিৎসা করান তিনি। কিন্তু
কোন উন্নতি না হওয়ায়
হাসপাতালে ভর্তি করান
শাহানাকে।
শাহানার মুখ এবং শরীরের নানা
অংশে আঁচিল দেখা যাচ্ছে।
তবে আবুল বাজানদারের মতো
মারাত্মক অবস্থা না থাকায় খুব
তাড়াতাড়ি তাকে সারিয়ে
তোলা যাবে বলে জানিয়েছেন
চিকিৎসকরা।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
ইউনিটের কো-অর্ডিনেটর ড.
সামন্ত লাল সেন বলেন, শাহানা
আবুল বাজানদারের মতোই
‘এপিডামোডিসপ্লাসিয়া
ভেরুসিফরমিস’ রোগে আক্রান্ত।
তবে এটা নিশ্চিত হতে আমাদের
আরো কিছু সময় লাগবে। আরো
কিছু মেডিক্যাল পরীক্ষার পর
শাহানার চিকিৎসা শুরু হবে।
২০১৬ সালে ২৫ বছরের আবুল
বাজানদার ১০ কেজি আঁচিলসহ
ঢাকা মেডিকেল কলেজে ভর্তি
হয়েছিলেন। ২০টি অপারেশনের
পরে সে এখন সম্পূর্ণ সুস্থ।
বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭
বাংলাদেশে প্রথম বৃক্ষমানবী শাহানা [ভিডিও]
বাজানদারের পরে প্রথম
বৃক্ষমানবীর দেখা পাওয়া গেছে
বাংলাদেশে। দশ বছরের এ
বৃক্ষমানবীর নাম শাহানা খাতুন।
রোববার শাহানাকে ঢাকা
মেডিক্যাল কলেজ
হাসপাতালের বার্ন অ্যান্ড
প্লাস্টিক সার্জারি ইউনিটে
ভর্তি করা হয়েছে।
শাহানার বাবা নেত্রকোনার
কলমাকান্দা উপজেলার
বাসিন্দা শাহজাহান আলী
জানান, চার মাস আগে থেকে
শাহানার শরীরে আঁচিলের মতো
কিছু দেখা যায়। ধীরে ধীরে
সেগুলো বাড়তে থাকে। প্রথমে
আঁচিল ভেবে হোমিওপ্যাথিক
চিকিৎসা করান তিনি। কিন্তু
কোন উন্নতি না হওয়ায়
হাসপাতালে ভর্তি করান
শাহানাকে।
শাহানার মুখ এবং শরীরের নানা
অংশে আঁচিল দেখা যাচ্ছে।
তবে আবুল বাজানদারের মতো
মারাত্মক অবস্থা না থাকায় খুব
তাড়াতাড়ি তাকে সারিয়ে
তোলা যাবে বলে জানিয়েছেন
চিকিৎসকরা।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
ইউনিটের কো-অর্ডিনেটর ড.
সামন্ত লাল সেন বলেন, শাহানা
আবুল বাজানদারের মতোই
‘এপিডামোডিসপ্লাসিয়া
ভেরুসিফরমিস’ রোগে আক্রান্ত।
তবে এটা নিশ্চিত হতে আমাদের
আরো কিছু সময় লাগবে। আরো
কিছু মেডিক্যাল পরীক্ষার পর
শাহানার চিকিৎসা শুরু হবে।
২০১৬ সালে ২৫ বছরের আবুল
বাজানদার ১০ কেজি আঁচিলসহ
ঢাকা মেডিকেল কলেজে ভর্তি
হয়েছিলেন। ২০টি অপারেশনের
পরে সে এখন সম্পূর্ণ সুস্থ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Praying she will come out from this situation.
উত্তরমুছুনwww.livenewspapertoday.com